বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের আগপোটরা গ্রামে ক্ষেতের ফসল বিনষ্ট করার অভিযোগে ভবতোষ মন্ডল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বালিয়াকান্দি থানার পুলিশ। সে একই গ্রামের ভরত মন্ডলের ছেলে।
জানা গেছে, গত ৫ মে রাত থেকে কে বা কারা রাতের আঁধারে অদ্বৈত মন্ডলের ৬০ শতাংশ তিল ও দেড় একর পাট , নিখিল কর্মকারের ৩০ শতাংশ পাট ও ১২ শতাংশ তিল, অসীম সিং ১০ শতাংশ তিল, চৈতন্য মন্ডলের ৪০ শতাংশ তিল ও ১২ শতাংশ পাট, পরিমল মন্ডলের ২৬ শতাংশ তিল কেটে নষ্ট করেছে। শত চেষ্টা করেও রাতে পাহাড়া বসিয়ে দুর্বৃত্তদের ধরা যাচ্ছিল না। অবশেষে ৩১ মে রাত হাতে নাতে আটক করা হয় প্রতিবেশী ভরত মন্ডলের ছেলে ভবতোষ মন্ডলকে।
বালিয়াকান্দি থানার এস আই রাজিবুল ইসলাম জানান, গ্রামে সামাজিক বিরোধের কারণে এ কর্মকান্ড চলছিল। এব্যাপারে অর্জুন মন্ডলের ছেলে বিপ্লব মন্ডল বাদী হয়ে অজ্ঞাত আসামীদের নামে মামলা করে। উক্ত অপরাধের সাথে সম্পৃক্ত থাকায় ভবতোষ মন্ডলকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।