উন্নয়নে সামাজিক সহায়তা” সংস্থার উদ্যোগে রাজবাড়ীর দৌলতদিয়ায় কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এর কেকেএস সেফ হোমের ৩৯ জন শিক্ষার্থীর মাঝে বৃহস্পতিবার বিকেলে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র (শাল চাদর) বিতরণ করা হয়েছে।
বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএসিডি’র চেয়ারম্যান এএফএম আব্দুল মোতালেব। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এলটিডি বিল্ডার্স লিমিটেটের চেয়ারম্যান ও ডিরেক্টর আব্দুল মতিন। বিশেষ অতিথি ছিলেন শেখ মো. আবু সাইদ ডিরেক্টর এসএসিডি, আঞ্জুমান আরা বেগম সভাপিত শিশু বিকাশ কেন্দ্র রাজবাড়ী।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আব্দুর রাজ্জাক (সাংবাদিক), মো. মজিবর রহমান জুয়েল ম্যানেজার পায়াকট্ বাংলাদেশ, শেখ রাজীব সম্পাদক সিবিসিপিসি কমিটি ও সদস্য, কেকেএস মিডিয়া এ্যাডভোকেসি গ্রুপ, মো. শাহাদৎ হোসেন, প্রোগ্রাম ম্যানেজার (কেকেএস) সেফ হোম প্রমূখ।
শিশুদের মধ্যে বক্তব্য রাখেন এসএসসি পরীক্ষার্থী কেকেএস সেফ হোমের রেশমী আক্তার। তিনি বলেন, আমরা সেফ হোমে থাকার কারনে নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন সেবা পাচ্ছি। এই সুযোগকে কাজে লাগিয়ে মানুষের মত মানুষ হয়ে তাদের মাকে ঐখান থেকে বের করে নিয়ে আসবে। তবে বর্তমানে দাতা সংস্থার বাজেটের ঘাটতি থাকার কারনে সহ-শিক্ষাসহ অন্যান্য সেবার সুযোগ কম রয়েছে। আমরা উল্লেখিত উপকরণ পেয়ে খুবই খুশি আল্লাহ যেন ওনাদের উত্তম প্রতিদান প্রদান করেন। আমরা নতুন বছরের বই পাওয়ার আগেই শিক্ষা উপকরণ পেয়ে খুবই খুশি হয়েছে।