রাজবাড়ী জেলা ছাত্রলীগের কমিটি গঠনের উদ্দেশ্যে পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত সংগ্রহ করা হয়েছে। জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এ জীবন বৃত্তান্ত সংগ্রহ করা হয়। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন ৩০ জন। এর মধ্যে সভাপতি পদের জন্য নয়জন এবং সাধারণ সম্পাদক পদের জন্য ২১ জন প্রার্থী হয়েছেন।
জীবনবৃত্তান্ত সংগ্রহকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী, কেন্দ্রীয় উপ-দপ্তর সম্পাদক মেহেদী হাসান বাপ্পী, রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ, সহ সভাপতি নাহিদুল আলম রাজু প্রমুখ।
সভাপতি পদ প্রত্যাশীরা হলেন মো. জাহিদুল ইসলাম, সামছুল সালেহীন অপু, জালাল পাঠান, সাজিদ মাহমুদ খায়রুল, জাকির হুসাইন, মো. আরিফ শেখ, মো. শাহিন শেখ, কামাল খান ও আরফানুল হক অন্তর।
সাধারণ সম্পাদক প্রার্থীরা হলেন মো. ইমরান, আল আমিন বিশ্বাস নয়ন, রুহুল আমিন, রিয়াদ রায়হান ইফতি, জুয়েল রানা, খন্দকার জাদমান জাকির রাফি, আসিবর রায়হান অর্ণব, দেব জ্যোতি নাগ, মো. কাওছার মাহমুদ, মনিরুজ্জামান শুভ, এমএসআর সবুজ, শফিকুল ইসলাম, রকিব শেখ, জুয়েল হোসেন, রবিউল ইসলাম মুন্নু, মো. সমিক মন্ডল, সাব্বির হাসান, জুবাইর নছর এবং নাজমুল ইসলাম ফারাবী।
বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সম্পাদক ও জেলা আওয়ামীলীগের নেতাদের সাথে আলোচনা করে রাজবাড়ী জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হবে।
প্রসঙ্গত, গত ২৬ জানুয়ারি তারিখে রাজবাড়ী জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি।