জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘বিদ্রোহীর শতবর্ষ’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখের সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ী সরকারি আদর্শ মািহলা কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার কর, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) শাহনেওয়াজ রাজু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অসীম কুমার পাল, জেলা আওয়ামী লীগ নেতা হেদায়েত আলী সোহরাব প্রমুখ।
বক্তারা বলেন, কাজী নজরুল ছিলেন বিদ্রোহ, প্রেম ও সাম্যের কবি। সবার উপরে মানুষ সত্য একথা তার লেখনিতে উঠে এসেছে। কবিতা ও গানের মাধ্যমে তিনি অন্যায়ের প্রতিবাদ জানিয়েছেন। তার লেখাতেই সমৃদ্ধ হয়েছে বাংলা সাহিত্য। এ পৃথিবী যতদিন থাকবে তিনি ততদিন বেঁচে থাকবেন মানুষের মাঝে।
আলোচনা শেষে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার পার্থ প্রতীম দাস।