রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (২৪ মে) দুপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে সভায় বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম এমপি, সংরক্ষিত আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাডভোকেট খাদিজা নাসরিন আক্তার হোসেন, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশার এসিল্যান্ড নুজহাত তাসনীম আওন, পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসানাৎ আল মতিন, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম (বুড়ো), পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা শাহ জুই কামিল মাদরাসার অধ্যক্ষ মুহা. আবু মুসা আশয়ারী, বাহাদুরপুর ইউপির চেয়ারম্যান সজিব হোসেন, হাবাসপুর ইউপির চেয়ারম্যান আল মামুন খান, সরিষা ইউপির চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস, কশবামাজাইল ইউপির চেয়ারম্যান শাহরিয়ার সুফল মাহমুদ, পাট্টা ইউপির চেয়ারম্যান আব্দুর রব মোনা বিশ্বাস, বাবুপাড়া ইউপির চেয়ারম্যান ইমান আলী সরদার, মৌরাট ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মো. হাবিবুর রহমান প্রামানিক, যশাই ইউপির চেয়ারম্যান আবু হোসেন খান, কলিমহর ইউপির চেয়ারম্যান বিলকিছ বানু ও আবাসিক বিদ্যুত প্রকৌশলী মো. রিয়াদ হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম এমপি মাদককারবারী ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার এবং হাবাসপুর ইউনিয়নে নদী থেকে অবৈধ ভাবে বালু কাটা ও মাটি কাটা বন্ধে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। সভায় চুরিসহ অপরাধ প্রবণতা রোধে পুলিশের টহল কার্যক্রম জোরদারের গুরুত্বারোপ করা হয়। সভায় আইন-শৃঙ্খলা কমিটির সদস্য ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।