রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের আগপোটরা গ্রামে ৯ দিনে ৬টি পরিবারের প্রায় ৩ একর জমির তিল ও পাট ক্ষতি করেছে দূর্বৃত্তরা । এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে। ২৪ মে বালিয়াকান্দি থানার নবাগত অফিসার ইনচার্জ আসাদুজ্জামান ঘটনা স্থল পরিদর্শন করেছে।
ভুক্তভোগী অর্জুণ মন্ডলে ছেলে বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অদ্বৈত মন্ডল জানায়, ৫ মে রাত হতে কে বা কারা রাতের আধারে ৬০ শতাংশ তিল, নিখিল কর্মকারের ৩০ শতাংশ পাট ও ১২ শতাংশ তিল, অসীম সিং ১০ শতাংশ তিল, চৈতন্য মন্ডলের ৪০ শতাংশ তিল ও ১২ শতাংশ পাট, পরিমল মন্ডলের ২৬ শতাংশ তিল কেটে নষ্ট করেছে । বেশ কয়েকদিন বন্ধ থাকার পর ২২ মে রাতে পরিমল মন্ডলের পাট কেটে নষ্ট করেছে। এ ব্যাপারে প্রহ্লাদ মন্ডলের ছেলে চৈতন্য মন্ডল বাদী হয়ে অজ্ঞাত ব্যাক্তিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান কল্লোল কুমার বসূ জানায়, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমি ২দিন নিজে থেকে পাহারার ব্যবস্থা করেছিলাম। একদিকে পাহারার ব্যবস্থা করলে অন্য দিকে কেটে নষ্ট করছে। কোনভাবেই প্রতিরোধ করা যাচ্ছে না। বালিয়াকান্দি থানার নবাগত অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানায়, ঘটনা স্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর সাথে কথা বলেছি। অপরাধি যেই হোক আইনের আওতায় আসবেই।