রাজবাড়ীর গোয়ালন্দে ভূমি সেবা পেতে জনসাধারণকে বিভিন্ন অনিয়ম- দুর্নীতির শিকার হতে হয় বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। বুধবার বেলা ১২ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলামের সাথে তার কার্যালয়ে দেখা করে মৌখিকভাবে এ অভিযোগ জানান তারা।
শিক্ষার্থীরা জানান, ভূমির নামজারি, দলিল লেখা সহ বিভিন্ন সেবা পেতে জনসাধারণকে বাড়তি টাকা দেয়া, দালালের খপ্পরে পড়াসহ নানা ধরনের হয়রানির শিকার হতে হয় এখানে। এ ধরনের বিভিন্ন অভিযোগ তাদের কাছে রয়েছে। এ বিষয়গুলো এসিল্যান্ড স্যারকে জানিয়েছি। তিনি আমাদেরকে সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত সহ লিখিত অভিযোগ দেয়ার পরামর্শ ও তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন। এসময় শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন জুনায়েদ আহমেদ, শাকিব বিশ্বাস, মনন আহমেদ, সানিনসহ অর্ধ শতাধিক শিক্ষার্থী।
এসিল্যান্ড মো. শফিকুল ইসলাম জানান, তিনি উপজেলায় ভূমি সংক্রান্ত যেকোনো ধরনের অনিয়ম- দুর্নীতি প্রতিরোধে আগে থেকেই কঠোর অবস্থানে রয়েছেন। তিনি কিংবা তার অফিসের কেউ কোন অনিয়মের সাথে জড়িত নেই। তাদের অজান্তে তৃতীয় কোন ব্যাক্তি দ্বারা হয়তো কেউ কোন ধরনের হয়রানি বা প্রতারনার শিকার হতে পারেন। এ জাতীয় সুনির্দিষ্ট তথ্য পেলে তদন্তপূর্বক তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবসস্থা নেওয়া হবে।