রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ৩২ লক্ষ ২০ হাজার টাকা ব্যয়ে একটি বক্স কালভার্ট সেতু লে-আউট ও কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের লোকমান চেয়ারম্যান পাড়া হতে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ অভিমুখী খালের উপর দূর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের বরাদ্দকৃত ৩২ লক্ষ ২০ হাজার টাকা ব্যয়ে ৯.৭৫ মিটার এ বক্স কালভার্টের লে-আউট প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু সাইদ মন্ডল, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, ইউপি সচিব মো. মেনামুল হাসান মিন্টুসহ স্থানীয় এলাকাবাসী, গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল বলেন, সারাদেশে প্রতিটি ক্ষেত্রেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন লক্ষণীয়। উন্নয়নের ধারাবাহিকতায় দৌলতদিয়া ইউনিয়নের লোকমান চেয়ারম্যান পাড়া এলাকার অভিমুখে বন্যার পানি থেকে রক্ষা পেতে খালের উপর একটি বক্স কালভার্টের কাজ শুরু হলো। বর্ষাকালে পানি বেড়ে যাওয়ার কারণে এ খালের উপর দিয়ে মানুষের চলাচলে সমস্যা হয় ও কৃষকের ফসল তলিয়ে যায়। কালভার্টের কাজ শেষে হলে অত্র এলাকার কৃষি পরিবারসহ সবাই অনেক উপকৃত হবে।