রাজবাড়ী জেলার পাংশার মৈশালা পালপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরে ২৪ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান শনিবার শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এবারে ১৭তম বার্ষিকী মহামান যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। শনিবার মহানাম সমাপনান্তে কুঞ্জভঙ্গ, নগর কীর্তন, মহাপ্রভুর ভোগ আরাধনা ও মহা প্রসাদ বিতরণের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
এরআগে মঙ্গলবার শ্রীমদ্ভাগবত পাঠ, শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানের শুভ অধিবাস এবং বুধবার হতে শুক্রবার পর্যন্ত ২৪ প্রহর ব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হয়।
খুলনার নিত্যানন্দ সম্প্রদায়, নেত্রকোনার জগদ্বন্ধু সুন্দর সম্প্রদায়, ফরিদপুরের ব্রজো কিশোর সম্প্রদায়, নড়াইলের জীবনানন্দ সম্প্রদায়, গোপালগঞ্জের মা আনন্দময়ী সম্প্রদায়, পাংশার শিব মন্দির সম্প্রদায় ও পাংশার মৈশালার হরিবাসর সম্প্রদায় মহানাম সংকীর্তন পরিবেশন করে। মহানাম যজ্ঞানুষ্ঠানে শতশত নারী-পুরুষ ভক্তবৃন্দের সমাগম ঘটে। প্রতিদিন ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। মহানাম যজ্ঞানুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি এবং সনাতন হিন্দু ধর্মের বিশিষ্ট ব্যক্তিগণ মহানাম যজ্ঞানুষ্ঠান পরিদর্শন করেন।