জামতলা ছাত্রকল্যাণ সংগঠনের উদ্যোগে ‘’সেরা শিক্ষার্থী ২০২৪, বিশ্ববিদ্যালয় চান্সপ্রাপ্ত শিক্ষার্থী এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের ঈদ পুনর্মিলনী ও শিক্ষাবৃত্তি প্রদান এবং সেইসাথে সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূিচ পালন করা হয়েছে।
১৮ জুন বিকালে জামতলা উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে এ আয়োজন করা হয়।
আবিদ আল মামুন এর সঞ্চালনায় ও রাকিবুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, জামতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম মিয়া, চৌধুরী আব্দুল হামিদ একাডেমির প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, সাহাজউদ্দিন মন্ডল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক আরিফা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শরিফুল ইসলাম, উজানচর ইউপি সদস্য জমসের আলী শেখ, প্রকৌশলী আব্দুস সামাদ, আব্দুল আজিজ, প্রবাসী বিল্লাল জমাদ্দার, কাজী আরিফুল ইসলামসহ গোয়ালন্দ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জামতলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, শিক্ষার্থী প্রমুখ।
উপস্থিত অতিথিবৃন্দ এসময় সংগঠনের ব্যবস্থাপনায় মেধা বৃত্তি হিসাবে ২০ জন শিক্ষার্থীদের জন প্রতি ৫ হাজার করে নগদ ১ লক্ষ টাকা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সুযোগ প্রাপ্ত ৫ জন ও জিপিএ ৫ প্রাপ্ত ৩ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেন।
জামতলা ছাত্রকল্যাণ সংগঠন ছাত্রদের কল্যাণের জন্য সংগঠনটি ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি দীর্ঘ ১৪ বছর ধরে বিভিন্ন সামাজিক এবং জনকল্যাণমুখী নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। কার্যক্রমের মধ্যে রয়েছে অসচ্ছল ও মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও উৎসাহ প্রদান, বিশ্ববিদ্যালয়ে অধ্যরনরত শিক্ষার্থীদের মাধ্যমে পাঠদান, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন, ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন, বৃক্ষরোপণ কর্মসূচি, বাল্যবিবাহ ও মাদক বিরোধী ক্যাম্পেইন, দেশের সংকটকালে ত্রাণ এবং শীতবস্ত্র বিতরণসহ ছাত্র ও জনকল্যাণমুখী অসংখ্য কাজ নিয়মিতভাবে করে আসছে।