রাজবাড়ীর গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কের ডিভাইডার ভেঙে উল্টে মুরগী খাদ্য বোঝাই একটি পণ্যবাহী ট্রাক ক্ষতির সম্মুখীন হয়েছে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। শুক্রবার ভোররাত সাড়ে ৪ টার দিকে উপজেলার পৌর জামতলা উজানচর মডেল সরকারি প্রাথমিক স্কুল সংলগ্ন মহাসড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শুক্রবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে মুরগীর খাদ্য বোঝাই একটি বড় ট্রাক মহাসড়কের ডিভাইডার ভেঙে উল্টে যায়। তবে চালক ও হেলপারের কোন ক্ষতি হয়নি। আমাদের ধারণা চালক চোখে ঘুম নিয়ে ট্রাক চালাচ্ছিলেন, এ কারনেই এ দূর্ঘটনা ঘটে। এতে করে মহাসড়কের একপাশ প্রায় ১২ ঘন্টা বন্ধ থাকে। মহাসড়কের অপর পাশ দিয়ে যানবাহন সারাদিন চলাচল করেছে। ট্রাকের সহকারী (হেলপার) মো. ফয়সাল আহম্মেদ বলেন, ঢাকা থেকে মুরগীর খাবার (ফিড) নিয়ে শুক্রবার রাতে রওনা দিয়ে চলে আসি। আমি ট্রাকের মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ বিকট একটি শব্দ পেয়ে উঠে দেখি সড়কের উপর ট্রাকটি উল্টে গেছে। তবে কারও কোন ক্ষতি হয়নি।
আহলাদীপুর হাইওয়ে থানার এসআই জুয়েল জানান, মুরগীর ফিড বোঝাই যশোর ট- ১১- ৪৭৬৯ সিরিয়ালের ট্রাকটি শুক্রবার ভোররাত আনুমানিক সাড়ে ৪টার দিকে মহাসড়কের ডিভাইডার ভেঙে সড়কেই উল্টে পড়ে। তবে এতে কোনো হতাহত নেই। ট্রাকটি উল্টানোর কারণে সড়কের একপাশ বিকাল সাড়ে ৩টা পর্যন্ত বন্ধ থাকে। অপর পাশ দিয়ে সারাদিন যানবাহন চলাচল করেছে। বিকালে সড়ক স্বাভাবিক হয়ে যায়। ট্রাকটি উদ্ধার করে মালিকপক্ষকে বুঝিয়ে দেয়া হয়েছে।