রাজবাড়ীর গোয়ালন্দে ১৩ অদম্য মেধাবীকে বৃত্তি ও সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার সকাল ১০টায় গোয়ালন্দ উপজেলা হল রুমে হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন নামের একটি সংগঠন এর আয়োজন করে। অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সৌদি প্রবাসী মোহাম্মদ হোসাইন’র পক্ষ হতে প্রত্যেক শিক্ষার্থীকে উপহার হিসেবে ফুল ও নগদ ১০ হাজার টাকা করে প্রদান করা হয়। নানা প্রতিকূলতাকে জয় করে এ সকল দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা এবারের এসএসসি পরিক্ষায় জিপিএ-৫ পান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান ও হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের উপদেষ্টা মো. সেলিম শেখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ শহীদুল ইসলাম। হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের সদস্য রাজু হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চৌধুরী আব্দুল হামিদ একাডেমীর প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, সাহাজউদ্দিন মন্ডল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক আরিফা বেগম, হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের সদস্য মো. সুলতান, আলাউদ্দিন, লিয়াকত হোসাইন এবং শিক্ষার্থীদের অভিভাবক ও হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ।