“ইলিশ হলো মাছের রাজা, জাটকা ধরলে হবে সাজা’ স্লোগানে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জাটকা ইলিশ সংরক্ষণে জেলেদের মধ্যে সচেতনতা বাড়াতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৩ টায় গোয়ালন্দ উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার জ্যােতি বিকাশ চন্দ্র’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার মো. মশিউর রহমান।
গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোস্তফা-আল-রাজীবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উজানচর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম, ছোট ভাকলা ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আবুল হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক শামীম শেখ প্রমুখসহ উজানচর, দেবগ্রাম ও দৌলতদিয়া এলাকার জেলেরা।
সভায় উপস্থিত বক্তারা জাটকা ইলিশ নিধনের বিভিন্ন ক্ষতিকর দিকগুলো জেলেদের মধ্যে আলোচনা করেন। জাটকা ইলিশ শিকার করা থেকে বিরত থাকার পরামর্শ দেন। জাটকা শিকার নিষিদ্ধকালীন সময়ে নদীতে যেনো কোনো জেলে না নামে সে বিষয়ে নিষেধ করেন।