রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৬ নম্বর ফেরী ঘাট এলাকায় নতুন করে ভাঙন দেখা দিয়েছে। গত শুক্রবার সকাল থেকে ভাঙন শুরু হয়ে বুধবার বিকাল পর্যন্ত প্রায় ২০-২৫ মিটার এলাকা নদীতে বিলীন হয়েছে। ভাঙন প্রতিরোধে বৃহস্পতিবার সকাল থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বালু ভর্তি জিও ব্যাগ ফেলছে। এসময় গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র ভাঙন স্থান পরিদর্শন করেন এবং কোন কোন স্থানে বালু ভর্তি জিওব্যাগ ফেলতে হবে তা নির্দেশনা দেন তিনি।
বৃহস্পতিবার সকালে সরেজমিনে দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট ভাঙন এলাকায় গিয়ে দেখা যায়, বিআইডব্লিউটিএ এর সহযোগিতায় ট্রলার থেকে বালু ভর্তি করে নদীতে জিও ব্যাগ ফেলছে। উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র ভাঙন স্থান পরিদর্শন কালে তিনি বলেন, গত শুক্রবার হঠাৎ দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাটে ভাঙন শুরু হয়। ভাঙন শুরুর খবর শুনে পরের দিন শনিবার ঘটনাস্থল পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। কর্তৃপক্ষ ভাঙন রোধে আপাতত বালুভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। পরবর্তী অবস্থা বুঝে ভাঙন রোধে ভালোভাবে ব্যবস্থা নেয়া হবে।