গোয়ালন্দে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় সরকারি কর্মকর্তাবৃন্দের সাথে কেকেএস ওয়াই মুভস প্রকল্প সমাপনী সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা হল রুমে কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এর আয়োজনে এ প্রকল্প সমাপনী সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। কেকেএস ওয়াই মুভস প্রকল্পের প্রকল্প কর্মকর্তা পথিক পালের সঞ্চালনায় কেকেএস এর নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন, কৃষি অফিসার মো. রোকন উজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার মো. কবির হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাহমিনা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাইদ মন্ডল, উজানচর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, কেকেএস টিপ প্রকল্পের ম্যানেজার মো. শাহাদৎ হোসেন প্রমুখসহ অন্যান্য সরকারি কর্মকর্তা, এনজিও কর্মী ও কেকেএস এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সভায় উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ বলেন, কেকেএস ওয়াই মুভস প্রকল্পটি শেষের পথে শুনে খারাপ লাগছে। প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ওয়াই মুভস প্রকল্পের মাধ্যমে কেকেএস এর বাস্তবায়নে দীর্ঘদিন যাবৎ দৌলতদিয়া যৌনপল্লীর শিশুদের শিক্ষা বিস্তারে কাজ করছে। প্রকল্পটির মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের যে উপকার হচ্ছিল তা প্রশংসনীয়। আমি চাই প্রকল্পটি আরও কয়েকবছর চলমান থাকুক যাতে করে যৌনপল্লীর শিশুরা এ থেকে উপকৃত হয়।