রাজবাড়ীর গোয়ালন্দে রাকিব স্মৃতি সংঘ নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রাকিব স্মৃতি সংঘের আয়োজনে বুধবার রাত ৯ টায় উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ওমর আলী মোল্লা পাড়া গার্ডেন ফিল্ডে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় রাকিব স্মৃতি সংঘ বনাম এ.কে.আর স্টার ক্লাব মুখোমুখি হয়। রাকিব স্মৃতি সংঘ টসে জিতে প্রথমে ব্যাটিং এ নেমে নির্ধারিত ১২ ওভারে সব কয়টি উইকেটের বিনিময়ে ২৪ রান সংগ্রহ করতে সক্ষম হন। ২৫ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে এ.কে.আর স্টার ক্লাব ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনালে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা মুন্সী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও নগদ ৫ হাজার টাকা ও রানার আপ দলকে ট্রফি ও নগদ ৩ হাজার টাকার প্রাইজ মানি পুরষ্কার হিসাবে তুলে দেন। এসময় ফাইনাল খেলা উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফকীর আমজাদ হোসেন, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রশিদ টিটু, দৌলতদিয়া ইউপি ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. ফরহাদ হোসেন, গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা ও গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন, দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা ঠান্ডু, সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন লিমন প্রমূখ। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ ও সিরিজ নির্বাচিত হন এ.কে.আর স্টার ক্লাবের অপু শেখ এবং সর্বোচ্চ উইকেট সংগ্রাহক নির্বাচিত হন রাব্বি। আয়োজক কমিটির নাইমুর রহমান রাহুল ও মো. রাব্বি হাসান’র সঞ্চালনায় খেলায় সভাপতিত্ব করেন টুর্নামেন্টের আহবায়ক ইব্রাহিম খলিল। ধারাভাষ্যের দায়িত্বে ছিলেন গোয়ালন্দ প্রপার হাই স্কুলের সহকারি শিক্ষক মো. শফিক মন্ডল।