রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের কামারদাহ গ্রামের আব্দুল লতিফ প্রভাষকের বাড়ীতে লাল তীর সীড লিমিটেডের কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আব্দুল কাশেম মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাল তীর সীড লিমিটেডের ডিভিশনাল ম্যানেজার শফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মোয়াজ্জেম হোসেন, লাল তীরের রিজিওনাল ম্যানেজার হারুন অর রশিদ, নবাবপুর ইউনিয়নের কৃষি উপসহকারী কমকর্তা রমজান আলী, টেরিটরি ম্যানেজার হুমায়ুন কবির, ডিলার সুমন হক প্রমুখ। লাল তীর সীড লিমিটেডের কৃষক মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্যে ডিভিশনাল ম্যানেজার শফিকুর রহমান বলেন একজন শিক্ষিত মা ছাড়া যেমন উন্নত জাতী পাওয়া সম্ভব নয় তেমনই ভালো বীজ ছাড়া ভালো ফসল আশা করা যায় না। তিনি কৃষকদের লাল তীরের কিং পেঁয়াজ বীজ, লাল তীর হাইব্রিড জাত চাষাবাদ করে লাভবান হওয়ার পরামর্শ দেন। উচ্চ ফলনশীল পেয়াজ বীজ লাল তীরের ডিলার থেকে সংগ্রহ করার জন্য বলেন তিনি কৃষকদের।