রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের শোলাবাড়ীয়া গ্রামে লাল তীর সীড লিমিটেডের কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে জনাব আলী কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লাল তীর সীড লিমিটেডের ডিভিশনাল ম্যানেজার শফিকুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন নারুয়া ইউনিয়নের কৃষি উপসহকারী কর্মকর্তা মৃনাল কান্তি বিশ্বাস,
পিডিএস ম্যানেজার মো. জহুরুল ইসলাম, রিজিওনাল ম্যানেজার মোঃ হারুন-অর-রশিদ, টেরিটরি ম্যানেজার মো. হুমায়ুন কবির তালুকদার, লাল তীরের ডিলার দেলোয়ার হোসেন ও সুমন হক, শোলাবাড়ীয়া গ্রামের আদর্শ কৃষকগণ।
কৃষক মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান লাল তীর পেয়াঁজ বীজের ৫টি জাত নিয়ে বিশদ আলোচনা করেন। জাতগুলো হলো লাল তীর কিং, লাল তীর হাইব্রিড, বিজিএম ৪০৩, রেড ভিলেজ, নতুন হাইব্রিড ২ এবং ৩।
ভাল বীজে ভালো ফসল, তাই কৃষকদের তিনি লাল তীরের উন্নত এই ৫টি পেঁয়াজ বীজ আবাদের জন্য আহবান জানান। লাল তীরের পেঁয়াজ বীজ আবাদ করলে কৃষকেরা অধিক লাভবান হবে বলেন জানান লাল তীর সীড লিমিটেডের এই কর্মকর্তা।