রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা নবাবপুর ইউনিয়নের ত্রিলোচনপুর গ্রামে জাবালেনূর কওমি মহিলা মাদ্রাসার সাইন বোর্ড লাগিয়ে মাদ্রাসার নামে অবৈধ ভাবে চাঁদা তোলার অভিযোগ এনে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছে। বৃহস্পতিবার ত্রিলোচনপুর গ্রামের হোজাইফা ও আলামিন এলাকাবাসীর পক্ষে এ আবেদন করেছেন। আবেদনে উল্লেখ করেছেন, উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ রফিকুল ইসলাম ও আব্দুস সামাদের নেতৃত্বে বহিরাগত ৩৫/৪০ জন মহিলা ও পুরুষ মাদ্রাসার নামে চাঁদা আদায়ের রশিদ ছাপিয়ে আদায়কৃত চাঁদা ভাগবাটোয়ারা করে নেয়। ত্রিলোচনপুর(রসুলপুর) গ্রামের ইসলামী পন্থার অনুসারী বিধায় প্রতিদিন বহিরাগত পুরুষদের অবাধ বিচরণে মহিলাদের চলা ফেরার সমস্যার সৃষ্টি হচ্ছে। সেই সাথে রসুলপুর দেশ বরেণ্য মাদ্রাসার ভাবমুর্তি নষ্ট করছে। দ্রুত এই চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে আশু হস্তক্ষেপ কামনা করছে। এব্যাপারে রসূলপুর মাদ্রাসার এক মানব দরদী ইসলামী চিন্তাবিদ মাওলানা মোঃ নূরুল হক জানান, এই নামে কোন মাদ্রাসা নেই। শুনেছি আমাদের মাদ্রাসার নামে এরা কালেকশন করে ভাগবাটোয়ারা করে খায়। এরা ইসলামের শত্রু। এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিৎ।