দলিল রেজিস্ট্রি করতে সরকারি রাজস্বের বাইরে অতিরিক্ত অর্থ প্রদান করতে হয় গ্রহীতাদের এমন অভিযোগের প্রেক্ষিতে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা সাব-রেজিস্টার অফিসে কালবেলার উপজেলা প্রতিনিধি মিঠুন গোস্বামী গেলে সাব-রেজিস্টার মো: আমির হোসেনের হাতে লাঞ্ছিত হয়েছেণ।
এসময় তিনি সাংবাদিক পেশা নিয়ে উপহাস করেন। এই প্রতিনিধিকে উদ্দেশ্য করে তিনি বলেন দুই ক্লাস পড়ে সাংবাদিকতা করতে আসছে! নিজের নাম ঠিক মতো লিখতে পারে না! তিনি আরও বলেন সমিতি টাকা নেয় তবে সেটা কি আপনার বাপের টাকা নেয়? পরে তিনি পিয়ন কে দরজা আটকিয়ে এই সাংবাদিক কে বেঁধে পিটাতে বলেন।
এ বিষয়ে মিঠুন গোস্বামী জানান, আমি বালিয়াকান্দি সাবরেজিস্টারের কক্ষে একটি নিউজ সংক্রান্ত বিষয় নিয়ে তার বক্তব্য নিতে তিনি পরিচয় পাওয়ার পর থেকেই দুর্ব্যবহার করেন। প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ বিষয়ে নিউজ করলে জীবননাশের হুমকি দেয়। এ ব্যাপারে বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
এ ব্যাপারে সাবরেজিস্টারের সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।