পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের নৌযানসমূহের সুষ্ঠুভাবে চলাচল এবং যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে কর্মপন্থা নির্ধারণ সংক্রান্ত এক সভা বৃহস্পতিবার বেলা ১১টায় রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, গোয়ালন্দ থানার ওসি স্বপন কুমার মজুমদার, গোয়ালন্দ পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল, রাজবাড়ী জেলা পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন, বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ম্যানেজার মো. সালাউদ্দিন প্রমুখ।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, ঈদুল আজহায় যান পারাপার নির্বিঘ করতে নানামুখি উদ্যোগ নেওয়া হয়েছে। ঈদের আগে ও পরে তিন দিন করে মোট সাত দিন বন্ধ থাকবে পণ্যবাহী ট্রাক পারাপার। তবে ঈদের আগে গরুবাহী ট্রাক চলাচল স্বাভাবিক থাকবে। এছাড়া ১৮টি ফেরি ও ২০ লক্ষ সার্বক্ষণিক চলাচল করবে। কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে ্এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।
সভা পরিচালনা করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোর্শেদা খাতুন।