“সুস্থ দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন” প্রতিপাদ্যকে ধারণ করে গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজ মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ভোর ৬ টায় প্রীতি ম্যাচটির আয়োজন করে স্থানীয় ক্রীড়া সংগঠন সু-প্রভাত গোয়ালন্দ একাডেমী। খেলায় উজানচর নতুন পাড়া আলোর দিশারী ক্লাব ও সু-প্রভাত গোয়ালন্দ একাডেমী অংশ নেয়। খেলায় দিশারী ক্লাব ৪-১ গোলের ব্যবধানে জয়লাভ করে। আলোর দিশারী ক্লাবের নেতৃত্ব দেন সাবেক ফুটবলার ও স্কুল শিক্ষক শামীম শেখ। অপরদিকে সু-প্রভাত গোয়ালন্দ একাডেমী দলের নেতৃত্ব দেন একাডেমীর সাধারণ সম্পাদক রেজাউল মুন্সী।
সু-প্রভাত গোয়ালন্দ একাডেমী প্রতিদিন সূর্য উদয়ের সাথে সাথে বিভিন্ন বয়সী ফুটবলারদের নিয়ে প্রভাতে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে ফুটবল প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে থাকে। পাশাপাশি খেলোয়াড়দের খেলায় প্রতিযোগিতা করার সামর্থ্য গঠনে সপ্তাহে উপজেলার বিভিন্ন দলের সাথে প্রীতি ম্যাচের আয়োজন করে থাকে।
সু-প্রভাত গোয়ালন্দ একাডেমীর সাধারণ সম্পাদক ও দলীয় অধিনায়ক রেজাউল মুন্সী বলেন, খেলাধুলা শরীর ও মনকে সতেজ রাখে। মন ও শরীরের ফিটনেস ঠিক রাখার জন্য দীর্ঘদিন ধরে ফুটবল প্রশিক্ষণ কার্যক্রম ধরে রেখেছি। খেলোয়াড়দের প্রতিভা ও অভিজ্ঞতা অর্জনের জন্য মাঝে মাঝে এ ধরনের প্রীতি ম্যাচ আয়োজন করা হয়।