রাজবাড়ী জেলা ডিবি পুলিশ একটি চোরাই মোটর সাইকেল উদ্ধার ও একজনকে আটক করেছে।
রাজবাড়ী ডিবি সূত্র জানায়, রাজবাড়ী ডিবির অফিসার ইনচার্জ মনিরুজ্জামান খানের নেতৃত্বে এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, এসআই জাহাঙ্গীর মাতুব্বর ও সংগীয় অফিসার-ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানাধীন শিবপুর গ্রামে অভিযান চালিয়ে জয়নাল আবেদীন(৩৮) পিতা মৃত গাদু শেখ সাং শিবপুর ইউপি ইসলামপুর থানা বালিয়াকান্দি জেলা রাজবাড়ী এর বসতবাড়ী থেকে একটি কালো রঙের ১০০ সিসি মোটর সাইকেল উদ্ধার করেন। এ ব্যাপারে রাজবাড়ী বালিয়াকান্দি থানায় মামলা হয়েছে।