রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় সুষ্ঠভাবে ঔষধ ব্যবসা পরিচালনার জন্য জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় গোয়ালন্দ পৌর এলাকার বাসস্ট্যান্ড সংলগ্ন গোয়ালন্দ দাখিল মাদ্রাসায় জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্ট সমিতি গোয়ালন্দ উপজেলা শাখার আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলিমুজ্জামান আলী। সংগঠনের সাধারণ সম্পাদক আলাউদ্দিন ফকিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ঔষধ প্রশাসনের সহকারি পরিচালক শরিফুল ইসলাম মোল্লা।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন (বিসিসিএস) রাজবাড়ী জেলা শাখার সভাপতি শেখ মো. আব্দুর রউফ হিটু, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মাহফুজুর রহমানসহ জেলা, উপজেলা শাখার অর্ধশতাধিক ঔষধ ব্যবসায়ী।
ফরিদপুর ঔষধ প্রশাসনের সহকারি পরিচালক মো. শরিফুল ইসলাম জানান, চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া কোনো ব্যবসায়ী অ্যান্টিবায়োটিক বিক্রি করা থেকে বিরত থাকবেন। কোন দোকানে মেয়াদ উত্তীর্ণ এবং ভেজাল ঔষধ রাখা যাবে না। লাইসেন্সে যে নিয়মাবলী রয়েছে সেগুলো মেনে ব্যবসা করার পরামর্শ দেন তিনি।