রাজবাড়ী কালুখালীর কালিকাপুর ইউনিয়নে নিজ পরিবারের বিরুদ্ধে হাফিজুর গং এর করা মিথ্যা ভিত্তিহীন মানববন্ধন ও সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ইউপির কালিকাপুর গ্রামের মৃত মনোয়ার হোসেন এর নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন হাফিজুরের ছোট চার ভাই, মা-বোন সহ আত্মীয়রা।
সংবাদ সম্মেলনে মৃত মনোয়ার হোসেন এর মেঝ ছেলে মফিজুর রহমান বলেন, আমাদের বড় ভাই হাফিজুর রহমানকে আমাদের দাদা সোয়া পাঁচ শতাংশ জমি দেন। সেই জমি আমাদের মা সহ আমরা চার ভাই বড় ভাই হাফিজুর রহমানের কাছ থেকে কিনে নেই। তবে রেজিষ্ট্রি করা হয়নি। বেশ কিছুদিন আগে মা ও আমরা বড় ভাইকে জমি রেজিষ্ট্রি করে দিতে বললে সে নানা তালবাহানা করতে থাকে। এবং অন্য লোকের কাছে সেই জমি গোপনে বিক্রি করে দেয়। বিষয়টি জানাযানি হবার পর আমরা এর প্রতিবাদ করলে পার্শ্ববর্তি কিছু মানুষের যোগসাযোশে আমাদেরকে মেরে ফেলার হুমকি দেয়। তার এসকল কর্মকান্ডের কারনে আমরা তাদের বিরুদ্ধে মামলা করি। পরে সে তাকে মেরে বাড়ি থেকে বের করে দেয়া সহ নানা ভিত্তিহীন অভিযোগে গত ২ মে মানববন্ধন করে আমাদের উপর মিথ্যা দোষ চাপায়। সে আমাদের বড় ভাই, অনেক আগেই সে আমাদের ছেড়ে অন্যত্র চলে যায়। আমরা তাকে তাড়িয়ে দেইনি। মারধর করার তো প্রশ্নই ওঠে না। সেই আমাদের উপর অবিচার করছে এবং মিথ্যা দোষারোপ করছে। একই সাথে সে নিজে এবং তার সহযোগিদের দিয়ে আমাদেরকে নানাভাবে জীবন-নাশের হুমকি ধামকি প্রদান করে আসছে।
হাফিজুরের বৃদ্ধা মা বলেন, হাফিজুর অন্যাভাবে আমি ও আমার অন্য ছেলেদের জমি আত্বসাত করেছে। আমাকেও আঘাত করেছে। অথচ ওই মানববন্ধন করে আমাদের নামে মিথ্যা অভিযোগ করেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওই এলাকার মৃত মনোয়ার হোসেন এর ছেলে মফিজুর রহমান, শহিদুল ইসলাম, মাসুদ হাসান খোকন, মো: রুবেল মন্ডল, মেয়ে চম্পা, স্ত্রী মরিয়ম বেগম সহ অন্যান্য আত্বিয় স্বজন।