পবিত্র ঈদুল আযাহা উপলক্ষ্যে আজ শুক্রবার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের ডিবিপি বাজারের গরু ছাগলের হাট উদ্বোধন করা হয়েছে। প্রচুর পরিমাণে গরু ছাগল উঠেছে। হাটে ক্রেতা-বিক্রেতারাও খুশি সুন্দর পরিবেশ ও হাটের পরিবেশটাও সুন্দর। গরু বিক্রেতা সামাদ জানান, তিনি গত ৬ মাস আগে ছয়টি গরু কিনেছিলেন। বিক্রির উদ্দেশ্যে দুইটি গরু হাটে এনেছেন।
ছাগল বিক্রেতা আযাহার মন্ডল আরজু জানান, এ বছরে ছাগল ও গরুর খাদ্যের দাম একটু বেশি হওয়াতে তার লাভ একটু কম হয়েছে। ডিবিপি বনিক সমিতির সভাপতি সেলিম বিশ্বাস জানান, যে এই হাট বিশ বছর আগের। তবে গরুর হাট ছিলনা। এলাকার গরু খামারি অনেক আছে এবং সাধারণ মানুষের কথা চিন্তা করে সরকারি বিধিবিধান মেনে আমরা গরুর হাট চালু করলাম।এখানে গরু ব্যবসায়ীদের জন্য থাকা এবং খাবারের ব্যাবস্থা করেছি যাতে সুন্দর ভাবে ব্যবসায়ীরা গরু কিনতে পারে এবং গ্রামের মানুষ কুরবানির গরু ভালোভাবে কিনতে পারে।
ডিবিপির বনিক সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন জানান, যেহেতু একদম এলাকার মধ্যে এই হাট আশা করি খুবই সুন্দর পরিবেশ পরিচালনা করতে পারবো। এই হাট প্রতি শুক্রবার লাগবে। ক্রেতা-বিক্রেতা গরু বেচাকেনা করে হাসিল যা দেবে আমরা তাই নিবো এলাকার মানুষের কথা ভেবে।
প্রধান উপদেষ্টা আবু সাইদ হান্নান বলেন, এলাকার মানুষের অনেক দুরে গাড়ীতে করে গরু হাটে নিতে হতো। সেটা আর লাগবেনা। বাড়ি থেকে পায়ে হেটে গরু বিক্রি করতে পারবে আর এই হাটে সবাই সবার পরিচিত সেই কারনে কোন প্রতারণা হবেনা। আর আমরা চারপাশে সব সময় দেখভাল করচ্ছি।