রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার বুধবার রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) সোহাগ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন রাজবাড়ী ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সালাহউদ্দিন।
সেমিনারে সন্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অ্যড. ইমদাদুল হক বিশ্বাস চেয়ারম্যান সদর উপজেলা পরিষদ রাজবাড়ী এবং বীরমুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার সভাপতি কনজ্যুমারস্ এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রাজবাড়ী জেলা শাখাসহ সরকারী বিভিন্ন দপ্তর এর বিভাগীয় প্রধান ও কর্মকর্তাগণ এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
সেমিনার সঞ্চালনা করেন মো. সাইদুল ইসলাম সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় রাজবাড়ী। জেলার বিভিন্ন সরকারি দপ্তর ও বিভাগীয় কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ কমিটির সদস্যবৃন্দ, জেলা চেম্বার অব কমার্স’র সহ-সভাপতি ও পরিচালকবৃন্দ, কনজ্যুমারস্ এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখার প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন ব্যবসায়ী সমিতির প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উক্ত সেমিনারে অংশগ্রহণ করেন।
সেমিনারে স্বাগত বক্তব্য প্রদানসহ ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন সহকারী পরিচালক জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় রাজবাড়ী কাজী রকিবুল হাসান।