সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:২৮ অপরাহ্ন

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষার্থী জীম

সনজিত দাস, বালিয়াকান্দি ॥
  • Update Time : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ৯৫ Time View

রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচনের পর কাজী জীম ঢাকা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষার্থী ও শ্রেষ্ঠ বক্তা (নির্ধারিত বক্তৃতা) নির্বাচিত হয়েছে।

কাজী জীম রাজবাড়ীর বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণির শিক্ষার্থী। সে উপজেলার নবাবপুর ইউনিয়নের মেছুয়াঘাটা গ্রামের কাজী হুমায়ন ও ফেরদৌসি বেগমের ছেলে। তার মা আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং বাবা ব্যবসায়ী। রোববার দুপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে ঢাকা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় এই ফলাফল ঘোষণা করা হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ঢাকা অঞ্চলের আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ঢাকা অঞ্চলের পরিচালক প্রফেসর মো. মোনেয়ার হোসেনের সভাপতিত্বে প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ।

ঢাকা অঞ্চলের শ্রেষ্ঠ শিক্ষার্থী ও শ্রেষ্ঠ বক্তা কাজী জীম তার অভিব্যক্তিতে বলেন, আমার এই প্রাপ্তিতে আমি বাবা-মা ও আমার শিক্ষাগুরুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 daily Amader Rajbari
Theme Dwonload From ThemesBazar.Com