রাজবাড়ী মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের উদ্যোগে ১০ জন কবি সাহিত্যিককে পদক ও সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সাহিত্য সম্মেলনের দ্বিতীয় দিনে এ পদক ও সম্মাননা দেওয়া হয়।
২০২২ সালে মীর মশাররফ হোসেন পদকপ্রাপ্তরা হলেন কথাসাহিত্যে ভারতের ড. আশরাফী খাতুন ও শিশু সাহিত্যে হাসনাত আমজাদ। মীর মশাররফ হোসেন সম্মাননা পেয়েছেন কথাসাহিত্যে শহীদ কায়কোবাদ, সংগীতে শাহীনুর বেগম পপি এবং কথাসাহিত্যে ফারজানা জাহান মিনি।
২০২৩ সালে পদকপ্রাপ্তরা হলেন কথাসাহিত্যে রফিকুর রশিদ ও ওবায়েদ আকাশ। সম্মাননা পেয়েছেন লিটল ম্যাগাজিনে আনোয়ার কামাল, নাট্যসাহিত্য ও শিশু সংগঠক হিসেবে ম.নিজাম এবং কাব্য সাহিত্যে শাহ মুজতবা রশিদ আল কামাল।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত কবি অসীম সাহা। বিশেষ অতিথি ছিলেন লেখক গবেষক অধ্যক্ষ ফকীর আব্দুর রশীদ, ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক আলতাফ হোসেন, আবোল তাবোল শিশু সংগঠনের সভাপতি অ্যড. দেবাহুতি চক্রবর্তী প্রমুখ। সভাপতিত্ব করেন মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি সালাম তাসির।