রাজবাড়ীর পাংশা পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার পাংশা পৌর মেয়র বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার দুপুরের দিকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তারা এ সংক্রান্ত একটি চিঠি পেয়েছেন। অস্ত্র মামলায় তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।
গত ২ মে তারিখে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখার উপ-সচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯ এর ৩১ (১) অনুযায়ী কোনো পৌরসভার কাউন্সিলর এর বিরুদ্ধে ফৌজদারী মামলায় অভিযোগপত্র আদালতে গৃহীত হলে কর্তৃপক্ষের বিবেচনায় কাউন্সিলর কর্তৃক ক্ষমতা প্রয়োগ পৌরসভার স্বার্থের পরিপন্থী। যেহেতু তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র গৃহীত হয়েছে বিধায় পাংশা পৌরসভার কাউন্সিলর এর ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচিন নয় বলে সরকার মনে করে। একারণে তাজুল ইসলামকে কাউন্সিলর পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
পাংশা পৌরসভার মেয়র ওয়াজেদ আলী জানান, কাউন্সিলর তাজুল ইসলামের সাময়িক বরখাস্তের চিঠি রোববার ডাকযোগে হাতে পেয়েছেন। চিঠি পাওয়ার পর কাউন্সিলরের সকল কার্যক্রম থেকে তাকে বিরত রাখা হয়েছে।