রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া কেকেএস ক্যাচ আপ ক্লাবের এসএমসি সদস্যদের মধ্যে ৯ দিনব্যাপী মতবিনিময় সভার উদ্বোধন হয়েছে। গত সোমবার কেকেএস স্কুল কনফারেন্স রুমে কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এর আয়োজনে সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় ৯ দিনব্যাপী এ মতবিনিময় সভার উদ্বোধন করা হয়।
মতবিনিময় সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেকেএস এর নির্বাহী পরিচালক ও রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার।
এসময় আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী সেভ দ্য চিলড্রেন ম্যানেজার (শিক্ষা) সাইফুল ইসলাম খান সেলিম, ডেপুটি ম্যানেজার (শিক্ষা) ফিরোজা খাতুন, সেভ দ্য চিলড্রেন কর্মকর্তা ওহিয়ার রুমা খাতুন, সিইউসি মিল অফিসার মো. আলমগীর হোসেন, সহকারি প্রজেক্ট অফিসার মো. সামসুল হক প্রমুখ।
(ককেএস) শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করণে গোয়ালন্দ উপজেলা ব্যাপী দীর্ঘদিন ধরে কাজ করছে। করোনাকালীন সময়ে বিদ্যালয় বন্ধ থাকার কারণে শিশুরা শিক্ষায় পিছিয়ে পড়ায় গোয়ালন্দ উপজেলায় ৩৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আওতায় ৫৪টি ক্যাচ আপ ক্লাব কার্যক্রম পরিচালনার মাধ্যমে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিশুদের বাংলা রিডিং পড়ায় সহায়তা দিয়ে স্ব-নির্ভর পড়ুয়া তৈরীর কাজ করছে। এরই ধারাবাহিকতায় সপ্তাহের দুদিন ছুটি ব্যতীত ৮ মে থেকে ১৮ মে ২০২৩ইং পর্যন্ত ৯ দিন পর্যায়ক্রমে ৩৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটির সদস্যদের নিয়ে ক্যাচ আপ ক্লাব প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় উদ্যোগে সিইউসি পরিচালনা বিষয়ে দিন ব্যাপি মতবিনিময় সভার কার্যক্রম চলমান রাখবেন।