জাটকা আহরণ থেকে বিরত থাকা সময়ে মানবিক সহায়তার কর্মসূচির আওতায় ২০২২-২৩ অর্থবছরে গোয়ালন্দের তিন ইউনিয়নে ৬৩৫ জন জেলের মাঝে ৮০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে দৌলতদিয়া ইউনিয়নে পরিষদ কার্যালয়ে ইউনিয়ম পরিষদ চেয়ারম্যান আব্দর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চাল বিতরণ করেন গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, ভাইচ চেয়ারম্যান আসাদুজ্জামান, ছোটভাকলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন, উজান চর ইউনিয়ম পরিষদ চেয়ারম্যান মো. গোলজার হোসেন, ট্যাগ অফিসার গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা, গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহ মো. শাহারিয়ার জামান সাবু, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী কৃষ্ণলাল দাস, মো. জাহাঙ্গীর আলম প্রমূখ।
দৌলতদিয়া ইউনিয়নের ৩৬০ জন,উজানচড় ইউনিয়নের ২২০ জন ও ছোটভাকলা ইউনিয়নের ৫৫ জন সহ ৬৩৫ জন জেলেকে ৮০ কেজি করে ভিজিএফ’র চাল বিতরন করা হয়।