মেজবাহ উল করিম রিন্টু ছিলেন সমাজসেবী। প্রতি বছর তিনি দরিদ্র মানুষকে সহায়তা করতেন। তিনি নেই। তার কাজের ধারাবাহিকতা বজায় রেখেছে মেজবাহ উল করিম রিন্টু স্মৃতি পরিষদ। বুধবার সংগঠনটির উদ্যোগে প্রয়াত মেজবাহ উল করিম রিন্টু বাসভবন থেকে শহরের ৪০টি হতদরিদ্র পরিবারের হাতে ঈদ সামগ্রী ও নগদ টাকা তুলে দেওয়া হয়।
এসব সামগ্রীর মধ্যে ছিল চাল, চিনি আতপ চাল, আলু, পেঁয়াজ, ডিম, চিনি, শেমাই, দুধ ও তিনশ করে টাকা। বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মেজাবহ উল করিম রিন্টু স্মৃতি পরিষদের সভাপতি আজিজা খানম, সহ সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান, কমল কান্তি সরকার, মুহাম্মদ সাইফুল্লাহ, যুগ্ম সম্পাদক আহসান হাবীব, নুরতাজ তাজিয়া, খোকন মাহমুদ, মোহাম্মদ আলী পাপুল, গিয়াস উদ্দিন, পাপুন সালেহীন, মেজবাহ উল করিম রিন্টুর বড় ভাই মঞ্জুরুল করিম প্রমুখ।
সংগঠনের সভাপতি আজিজা খানম বলেন, মেজবাহ উল করিম রিন্টু ছিলেন প্রকৃত অর্থেই মানব দরদী। দুহাতে মানুষকে সাহায্য করতেন। প্রতি ঈদেই তিনি মানুষকে সাধ্যমত সাহায্য সহযোগিতা করতেন। আমরা সেই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করছি। ভবিষ্যতেও আমাদের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।