গতকাল মঙ্গলবার রাজবাড়ী জেলা অফিসার্স ক্লাবের সম্মেলন কক্ষে বাল্যবিবাহ নিরোধকল্পে জাতীয় কর্মপরিকল্পনা ২০১৮-২০৩০ বাস্তবায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পর্যায়ের বেসরকারী সংস্থা ঢাকা আহসানিয়া মিশন কর্তৃক আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান।
কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সূবর্ণা রাণী সাহা। রাজবাড়ী জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. আজমির হোসেন।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন রাস এর নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু, কেকেএস এর আইন বিষয়ক কর্মকর্তা মো. নাসির উদ্দিন, নিকাহ রেজিষ্টার মাওলানা জাহাঙ্গির হুসাইন। কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ছাড়াও এনজিও প্রতিনিধি, নিকাহ রেজিষ্টার, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিকসহ প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, আজকের এই কর্মশালায় সকল উপস্থিতি একটি বিষয়ে একমত হয়েছেন যে, বাল্যবিবাহ রোধ একক কোন বিষয় নয়। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকল নাগরিকেরই দায়িত্ব পালনের মধ্য দিয়ে ২০৪১ সালের স্বপ্ন পূরণ সম্ভব।
কর্মশালা পরিচালনা করেরন ঢাকা আহসানিয়া মিশনের জেলা সমন্বয়ক জেরিন শারমিন।