পহেলা বৈশাখ। বাংলা ১৪৩০ বঙ্গাব্দ। পুরাতন বছরের জরা দূর করে নতুনের কেতন উড়িয়ে বৈশাখ এসেছে বাংলাকে নবরূপ দিতে। বৈশাখের বাতাবরণে ধরণী অস্থির হলেও বাঙালির মন হয়ে ওঠে আরও যৌবনা। অতীতের সব গ্লানি মুছে বাঙালি ফিরে পায় নবপ্রাণ। পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার (পহেলা বৈশাখ) বর্ণিলভাবে ‘বাংলা নববর্ষ ১৪৩০’ উদ্যাপন করেছে রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসন।
বৈশাখ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম শফিকুল মোর্শেদ আরুজ, উপজেলা নির্বাহী অফিসার জাফর সাদিক চৌধুরী, সিনিয়র সহকারি পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, সহকারি কমিশনার (ভূমি) মাসুসুর রহমান রুবেল। উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুল ওহাব। আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান অফিসার মাহবুবুর রহমান, যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার। এলজিইডি পাংশা উপজেলা প্রকৌশলী মো: জাকির হাসান, নাট্য ব্যক্তিত্ব ও পরিচালক লিটু করিম, শিল্পকলার শিক্ষক চৈতন্য বসাক, সংবাদকর্মী, সাংস্কৃতিক কর্মী, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, সহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ।