পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদের ভুইয়াকে মারপিট করে রক্তাক্ত জখম করেছে মুক্তার হোসেন নামের এক মাটি ব্যবসায়ী। এরই প্রতিবাদে ও শাস্তির দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সমিতি।
১৩ এপ্রিল সকালে উপজেলা চত্বরে সংগঠনের সভাপতি আব্দুল মজিদ এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মো. আব্দুস সালাম, মো. আমজাদ হোসেন, মো. মাহবুবুল আালম, মো. কুতুব উদ্দীন মোল্যা, আব্দুস সামাদ, মুন্সি আমির আলী প্রমুখ।
উল্লেখ্য উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশীবাড়ী গ্রামের আবু হোসেনের ছেলে মুক্তারের নিকট মাটি বিক্রির ৩ লক্ষ টাকা পেত আড়কান্দি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল কাদের। ২৬ মার্চ বিকেলে বকশীবাড়ী কুরুম মার্কেটের সামনে টাকা আনতে গেলে তাকে মারপিট করে রক্তাক্ত জখম করে। এ ব্যাপারে পুলিশ মুক্তারকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করলে সে জামিনে মুক্তি পায়। আসামীর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে মানববন্ধন করে উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরে স্মারক লিপি প্রদান করে।