রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নে ১১ এপ্রিল গোপালপুর মোহাম্মদিয়া এতিমখানা সংলগ্ন মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা’র ভিত্তিপ্রস্তুর স্থাপন করা হয়।
মঙ্গলবার এ ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন রাজবাড়ী- ২ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম। এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র হাফিজিয়া মাদ্রাসা’র প্রতিষ্ঠাতা প্রফেসর ড.মোহাম্মদ আরশাদ আলী। দোয়া মোনাজাতের মাধ্যমে ভিত্তিপ্রস্তুর অনুষ্ঠান শেষ হয়।