কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিকায়ন ও কৃষকদের কৃষি কাজে দক্ষ করে গড়ে তুলতে রাজবাড়ীতে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি ফেজ-২ প্রকল্পের আওতায় সিআইজি কৃষকদের কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজবাড়ী সদর উপজেলার আয়োজনে এ সিআইজি কৃষক কংগ্রেস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মার্জিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার গোলাম রাসুল, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এম আসাদুজ্জামান অভি।
সিআইজি অনুষ্ঠানে রাজবাড়ীতে সব ধরনের কৃষি ফসল উৎপাদন বৃদ্ধি করতে এবং কৃষি আবাদের সাথে জড়িত কৃষকদের কিভাবে আরো উৎপাদনমুখী করা যায় সে লক্ষে সিআইজি’র আওতায় কৃষকদের পরামর্শ দেওয়া হয়।