বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উদ্যোগে জনশুমারী ও গৃহগননা-২০২২ প্রকল্প হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ট্যাব বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১০ এপ্রিল রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা মিলনায়তন কক্ষে নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোর্শেদ আরুজ, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এম হান্নান, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান খান প্রমুখ। অনুষ্ঠানে ১৭২ জন শিক্ষার্থীর মধ্যে এ উপহার প্রদান করা হয়েছে।