রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের শোলাবাড়িয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম(৭৮) বার্ধক্য জনিত কারণে ৮ এপ্রিল রাতে ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র,২কন্যা সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। তার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। ৯ এপ্রিল বিকেলে নিজবাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. হাসিবুল হাসান, থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ, উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ এ এম আব্দুল মতিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ হান্নান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মমিন, ভাইস চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম, বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম প্রমুখ। পরে মধুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজের জানাজা শেষে দাফন করা হয়েছে।