কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এর বাস্তবায়নে এবং বিসিএসএস এর সহযোগিতায় রাজবাড়ী জেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত বিনোদপুর বেসরকারি পৌর প্রাথমিক বিদ্যালয়ে বিএইচ রিকপ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। গত মঙ্গলবার স্কুলটি পরিদর্শনে আসেন আর্জেন্টিনার অধিবাসী বিসিএসএসের কর্মকর্তা ডা: এ্যান্ডরেয়া। তার পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল সুবিধাবঞ্চিত শিশু যারা বিনোদপুর পৌর প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে সে সকল শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যের মান উন্নয়ন। ডা: এ্যান্ডরেয়া শিশুদের স্বাস্থ্যের খবর নেন এবং শিক্ষকদের অনুরোধ করেন প্রত্যেকটি পাঠ্য পুস্তকে যেখানে স্বাস্থ্য বিষয় আছে সেই সকল অধ্যায় শিশুদের ভালো মতো বুঝিয়ে দেওয়া। শিশুরা যাতে নিজের স্বাস্থ্য ও রোগব্যাধি সম্পর্কে নিজ থেকেই বুঝতে পারে সে জন্য অধ্যায়গুলো ভালোমত পড়াতে হবে। শিশুদের টিকা কার্ড নিশ্চিত করতে হবে। সকল শিশু যাতে টিকার আওতায় আসে তার ব্যবস্থা করতে হবে। তিনি স্কুলে স্বাস্থ্য বিষয়ক উপকরণ থার্মোমিটার ও মাক্স প্রদান করেন এবং ব্যবহার বিধি সম্পর্কে প্রশিক্ষন প্রদান করেন। এছাড়াও তিনি দৌলতদিয়ার কেকেএস সেফহোম, কেকেএস সেলাই প্রশিক্ষণ কেন্দ্র, আইসিসি প্রকল্প, যৌনপল্লী পরিদর্শন করেন। যৌনপল্লীর নারীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের স্বাস্থ্য সব সময় ভালো রাখতে হবে এবং নিরাপদ ব্যবস্থা গ্রহণ করতে হবে। যাতে কোন রোগ না ছড়ায়। এতে আপনি এবং আপনারা পরিবার সবাই সুস্থ থাকবেন। আপনারা যদি মনে করেন স্বাভাবিক জীবনযাপন করবেন তাহলে কেকেএস এ টিভিইটি ট্রেনিং সেন্টার আছে সেখানে প্রশিক্ষণ নিতে পারেন এবং পরে আমরা আপনাদের ঢাকাতে গার্মেন্টস শিল্পে চাকুরির দেওয়ার চেষ্টা করবো। ৬ মাসের একটি ট্রেনিং শেষ করবেন যারা ভালো দক্ষতা অর্জন করবেন তাদের জন্য আমরা গার্মেন্টস শিল্পে চাকরির চেষ্টা করবো। তিনি আরো বলেন আপনারা যারা অসুস্থ হন তারা অবশ্যই স্বাস্থ্য কেন্দ্র থেকে চিকিৎসা নেবেন।
তিনি আরও বলেন, টিভিইটিতে যারা শেলাই প্রশিক্ষণ নিচ্ছেন তারা সবাই আমার মায়ের মতন। এখান থেকে কাজ শিখে ভালো কিছু করবেন এবং পরিবার নিয়ে ভালো থাকবেন। তারপরও আর কিছু প্রয়োজন থাকলে আমাদের জানাবেন। আপনাদের পাশে আমরা ও কেকেএস সবসময় আছি। এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন কেকেএস এর সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম, আশীষ মন্ডল ম্যানেজার, বাংলাহেল্প, চায়না সাহা, প্রধান শিক্ষক, সেতু মন্ডল, কোঅর্ডিনেটর, বাংলাহেল্প, পথিক পাল, প্রকল্প কর্মকর্তা, কেকেএস।