উন্নত জাতের পেয়াজ উৎপাদনে অভাবনীয় সাফল্য দেখাতে লাল তীর সীড লিঃ রাজবাড়ীর কালুখালী উপজেলায় কৃষক সমাবেশের আয়োজন করে। শনিবার দুপুরে কালুখালীর মদাপুর ইউনিয়ন এর বৃ গোপালপুর এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কৃষক সমাবেশের সভাপতিত্ব করেন মোস্তফা জামান জবেদ। সমাবেশে লাল তীর সীড লিঃ এর ডিভিশনার ম্যানেজার মোঃ শফিকুর রহমান,রিজিওনাল ম্যানেজার হারুন অর রশীদ, টেরিটোরি ম্যানেজার হুমায়ুন কবির তালুকদার, কালুখালী উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, লাল তীর সীড লিঃ এর পরিবেশক আ. খালেক,উপসহকারী কৃষি কর্মকর্তা অলোক কুমার, আদর্শ কৃষক জাহানগীর আলম জুলু প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশের আগে কৃষক জাহানগীর আলমের ক্ষেত থেকে পেয়াজ সংগ্রহ করে প্রতি শতাংশের পরিমান নেওয়া হয়। ফলাফলে দেখানো হয় লালতীর হাইব্রিড জাতের পেয়াজের প্রতি শতাংশের পরিমাপ ১ শ ৩৪ কেজি। যা দেশি জাতের ফলনের ৩ গুন।
লালতীরের ডিভিশনার ম্যানেজার মোঃ শফিকুর রহমান জানান, লালতীর হাইব্রিড জাতের পেঁয়াজ রোগ প্রতিরোধী, ফলন বেশি, বাজারে এর চাহিদাও বেশি। তুলনামূলক কম পচনশীল হওয়ায় এ জাতের পেয়াজ দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। তিনি লালতীর হাইব্রিড জাতের পেঁয়াজ চাষ করার জন্য কৃষকদের পরামর্শ দেন।
কৃষক সমাবেশে আদর্শ কৃষক জাহানগীর আলম জুলুকে লাল তীর সীড লিঃ এর পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়।