সেদিন সন্ধ্যায় কিছু গোলাপ ফুটেছিল
সালাম তাসির
সেদিন সন্ধ্যায় বোটানিক্যাল গার্ডেনে
কিছু গোলাপ ফুটেছিলো
কিছু কুঁড়ি অপেক্ষায় ছিল সকালের
কিছু ফুল কালঘুমে তন্দ্রামগ্ন হয়েছিল মাত্র
হঠাৎ মধ্যরাতের ক্লান্ত প্রহরে নিষ্পাপ পুষ্পকুঞ্জে
জলপাই রঙের বিষাক্ত কীটের মরন কামড়
অসহায় ক্যাকটাস ঠাঁয় দাঁড়িয়ে ধ্রুপদি উঠোনে
ঢাল-তলোয়ারহীন নিষ্কন্টক পুষ্পদল, শুধুই মরে যাওয়া।
বুলেটবিদ্ধ গোলাপের হৃৎপিন্ড ক্ষত-বিক্ষত হলে
বুদ্ধিদীপ্ত রঙ্গনের অঙ্গজুড়ে রক্তের ছোপ ছোপ দাগ
সেকি বিপ্লব নীলকণ্ঠ পাখির ডানায় রাতের নৃশংসতা
দ্রোহের অনলে বিবর্ণ গোলাপ পাপড়িতে সমুদ্র গর্জন।
নিষ্পাপ ফুলের অসহায় চোখের অশ্রুকণা থেকে
ভয়ে ম্রিয়মান বেঁচে যাওয়া ফুলগুলো বিপ্লবী হলো
স্বাধীনতার অগ্নিশপথে তেজোদীপ্ত হলো হাসনাহেনা
রণাঙ্গনে শিউলিফোটা স্বর্ণালি ভোর।
ঘাসফুলের বিশ্বস্ত বুকে ডিনামাইট বিস্ফোরিত হলে
শত্রুসেনার কলজে পোড়া গন্ধে উজ্জীবিত সূর্যমুখী,
স্বাধীনতার সংগ্রামী চেতনায় সব ফুল মরনাস্ত্র হলো,
রণাঙ্গনের গেড়িলা যুদ্ধে পাকসেনাদের পরাস্ত করে
সূর্যোদয়ের সোনালি রোদ্দুরে প্রস্ফিুটিত হলো
লাল সবুজের পুষ্পকাননে অপেক্ষমান সবগুলো কুঁড়ি।