টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টাইফয়েডের রেজিষ্ট্রেশন ও টিকাদান সম্পর্কে অভিভাবকদের উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে দেওয়ান রহমত উল্লাহ কিন্ডার গার্টেন ও সাড়ে ১০ টার দিকে লোটাস কলেজিয়েট স্কুলে অভিভাবকদের উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন করেন হাসপাতাল কর্তৃপক্ষ।
এসময় ক্যাম্পেইন পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি স্বাস্থ্য পরিদর্শক সুলতান উদ্দিন আহমেদ ও মো. সিরাজুল ইসলাম।
১ সেপ্টেম্বর ২০২৫ থেকে ১৮ কর্মদিবস এ ৯ মাস থেকে ১৫ বছর বয়স পর্যন্ত ৯ম শ্রেণী অথবা সমমান শিক্ষা প্রতিষ্ঠান অথবা শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত সকল শিশু উপজেলার স্থানীয় ঊচও কেন্দ্র, স্কুল মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান (নির্ধারিত দিনে) স্থায়ী কেন্দ্রে (ক্যাম্পেইনের সকল দিনে) টিকা দেয়া হবে। টাইফয়েড ভ্যাকসিন নিতে শিশুর ১৭ ডিজিটের ডিজিটাল জন্মনিবন্ধন সনদ দিয়ে অনলাইনে রেজিষ্ট্রেশন করতে হবে।