পারিবারিক কলহের জেরে গৃহবধ বিউটি বেগমকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত তার স্বামী আব্দুল লতিফ কাজীকে গ্রেফতার করেছে রাজবাড়ী সদর পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে কুষ্টিয়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের বার্থা গ্রামের মৃত মতিয়ার কাজীর ছেলে। স্ত্রীকে হত্যার পর পাগলের বেশে কুষ্টিয়া রেলওয়ে স্টেশন থাকতো লতিফ।
রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, গত ১৮ জানুয়ারি রাত দুইটার দিকে লতিফ চাপাতি দিয়ে কুপিয়ে তার স্ত্রী বিউটিকে খুন করে পালিয়ে যান।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী সদর থানার এসআই মো. আবুল হোসেন জানান, স্ত্রীকে হত্যার পর লতিফ পাগলের ছদ্মবেশ ধারণ করে কুষ্টিয়া রেলওয়ে স্টেশন থাকতেন। ওই এলাকায় মাঝে মধ্যে রাজমিস্ত্রীর সহযোগীর কাজও করতেন। কোন ঘর বা বাসা ভাড়া নেননি তিনি। দিন-রাত সব সময়ই রেলওয়ে স্টেশনেই থাকতেন। সোর্সের মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে কুষ্টিয়া রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হই। শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
বিউটির বাবা বিল্লাল মোল্লা জানান, সাংসারিক সামান্য কথা কাটাকাটি হলেও লতিফ তার মেয়েকে মারধর করতো। ১৮ জানুয়ারি রাতে লতিফ তার মেয়েকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরদিন তিনি লতিফকে একমাত্র আসামি করে রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। লতিফ গ্রেফতার হওয়াতে তিনি কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন। তার মেয়ে হত্যার ন্যায় বিচার চান তিনি।