মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত দিনমজুর আয়ুব আলী মল্লিক (৪২)। প্রায় দুই বছর যাবৎ গলায় ক্যান্সার নিয়ে মৃত্যুর সাথে সংগ্রাম করছেন। টাকার অভাবে চিকিৎসা নিতে পারছেন না। স্ত্রী, দুই কন্যা এক ছেলে নিয়ে দিনমজুর আয়ুব মল্লিকের সংসার চলছে এলাকাবাসীর সার্বিক সহযোগিতায়। জানা যায়, রাজবাড়ী জেলার সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের ভাটি সুলতানপুর গ্রামের মৃতু নবাব আলী মল্লিকের ছেলে। তিন সন্তানের জনক আয়ুব আলী কর্মজীবনে রাজমিস্ত্রী কাজ করে জীবন যাপন করতেন। হঠাৎ তার গলায় ক্যান্সার ধরা পরে। স্ত্রী রহিমা বেগম এরই মধ্যেই জমানো টাকা এবং ধারদেনা হয়ে ক্যান্সার আক্রান্ত স্বামী আয়ুব আলীকে চিকিৎসা করিয়েছেন। তিনি বর্তমান ফরিদপুর ডায়াবেটিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্যান্সার রেডিওলোজী বিভাগের চিকিৎসক ডা.হাসনিনা আক্তারের অধিনে চিকিৎসাধীন রয়েছে। তার উন্নত চিকিৎসা করানোর জন্য অনেক টাকা প্রয়োজন। যে টাকা স্ত্রী রহিমা বেগমের বহন করা অসম্ভব। ক্যান্সার আক্রান্ত অসুস্থ্য স্বামী আয়ুব মল্লিকের সুচিকিৎসা করানোর জন্য প্রধানমন্ত্রী সহ সমাজের বিত্তশালী ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্য চেয়েছেন।