পিপলস্ থিয়েটার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় আগামী ২০শে মার্চ উদযাপিত হতে যাচ্ছে বিশ্ব শিশু কিশোর ও যুব নাট্য উৎসব ২০২৩।
দেশব্যাপী এই অনুষ্ঠানের সেমিনার আনন্দ শোভাযাত্রাসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে স্বদেশ নাট্যাঙ্গন তাদের পরিবেশনা নিয়ে থাকবে ফরিদপুর অঞ্চলের পক্ষ থেকে। অজয় দাস তালুকদারের ভাবনায় “নৌকা বাইচ” নাটিকা পরিচালনা করেছেন ম. নিজাম।
স্বদেশ নাট্যাঙ্গনের নাট্য শিল্পীর পাশাপাশি রাজবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয় ও রাজা সূর্য কুমার ইনস্টিটিউশন এর স্কুল থিয়েটারের ছাত্র-ছাত্রী এই নাটকে অভিনয় করছেন। শিশু নাট্য শিল্পীরা সহ সবাই আশাবাদী ঢাকার মঞ্চে এক অনবদ্য প্রদর্শনীর জন্য তারা অপেক্ষা করছে।
নাটকে যারা অভিনয় করছেন তাদের মধ্যে উচ্ছ্বাস, কামাল, শারমিন, নয়ন, সিঁথি, কিশোর, সজল, অবনী ও রূপকথা।
স্বদেশ নাট্যাঙ্গনের সম্পাদক জানান, এই নাটকে যারা কাজ করছে তারা এমন একটি জাতীয় উৎসবের অংশ নিতে পারবে এটি তাদের জন্য এক স্বপ্নের মত। পাশাপাশি দুই স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সহযোগিতায় শিল্প-সংস্কৃতির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছেন সেখানে স্কুল থিয়েটারের ছাত্র ছাত্রী অনন্য ভূমিকা পালন করবে বলে আশা রাখি।