ব্যবসায়ীর কাছে দাবীকৃত চাঁদা আদায় করতে গিয়ে জনরোষে পরে সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীদের গুলিতে আহত হয় দুজন। তাদের ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে রবিবার বিকেলে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সমাধিনগর বাজারে।
সমাধিনগর বাজারের ব্যবসায়ি পুষ আমলা গ্রামের অধির রায়ের ছেলে অশোক কুমার রায় জানান, তার বাড়ীতে বিল্ডিংয়ের নির্মান কাজ চলছে। রবিরার দুপুরে তার দোকানে এসে আকশুকনা গ্রামের মাধব ঘোষ(৩৫), সুফল বিশ্বাস(৩৫) সহ কয়েক জন ১ লক্ষ ২০ হাজার টাকা চাঁদা দাবী করে আধা ঘন্টা সময় বেধে দেয়। তাৎক্ষনিক ভাবে তিনি বাজারের ব্যবসায়িসহ গ্রামের গন্যমান্য ব্যক্তিদেরকে অবগত করেন। বিকেলে মাধবসহ ৬/৭ জন দাবীকৃত টাকা আনতে গেলে স্থানীয় জনতা তাদেরকে ঘিরে ফেলে এ সময় তারা প্রান রক্ষার্থে গুলি করে ঘটনাস্থল ত্যাগ করে। এতে পুষ আমলা গ্রামের রাজেন সরকারের ছেলে রাজকুমার সরকার (৪০) ও নিতাই মন্ডলের ছেলে সুরঞ্জন মন্ডল(৪০) গুলিবিদ্ধ হয়। তাদেরকে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। এব্যাপারে বালিয়াকান্দি থানায় একটি মামলা করেছে।