রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর রাবেয়া-কাদের স্মৃতি পাঠাগারের উদ্যোগে সোমবার রাতে অনুষ্ঠিত হয়েছে জোৎস্না বিলাস। পাঠাগারের ছাদে আয়োজিত অনুষ্ঠানে জোৎস্না রাত নিয়ে নিজেদের অনুভূতি ও স্মৃতির কথা বলেন রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান, রাজবাড়ী থিয়েটারের সভাপতি আসুদ্দজ্জামান চৌধুরী বাবলা, বিশ্ব ভরা প্রাণ এর সভাপতি আতাউর রহমান, রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের সভাপতি ফারুক উদ্দিন প্রমুখ।
সঙ্গীত পরিবেশন করেন রনজিৎ সরকার, সুমন আহমেদ, আব্দুল জব্বার, ডা. তাপস কর্মকার, মো. খোকন, নাজমুল ইমাম। কবিতা আবৃত্তি করেন রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক আহসান হাবীব, রাজবাড়ী সরকারি কলেজের প্রভাষক সুরজিৎ চক্রবর্তী, সোলেমান কবিরাজ, হারুন অর রশীদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি খোকন মাহমুদ।