রাজবাড়ীর গোয়ালন্দে নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মারুফ হাসানকে ফুল দিয়ে বরণ করা হয়েছে। সোমবার বেলা ১২ টায় বাংলাদেশ হেল্থ এ্যাসিস্টেন্স অ্যাসোসিয়েশন ও সিএসসিপি সমন্বয় কমিটি গোয়ালন্দ উপজেলা শাখার আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে তাকে ফুল দিয়ে বরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার (ভারপ্রাপ্ত) ডা. প্রদীপ কুমার কান্ত, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (হোমিওপ্যাথিক) ডা. সাবিনা ইয়াসমিন, এসএসিএমও জাকির হোসেন, ইপিআই কর্মকর্তা মোশাররফ হোসেন, স্বাস্থ্য পরিদর্শক মো. সিরাজুল ইসলাম, মেডিকেল টেকনোলজিস্ট আমিনুল ইসলাম রনি, অফিস প্রধান লিপি খাতুন, আবুল কালাম প্রমুখ।
ডাঃ মারুফ হাসান ১২ মে সোমবার গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার হিসাবে যোগদান করেন। এর আগে তিনি ঢাকা স্বাস্থ্য অধিদপ্তরে সহকারি রেজিস্ট্রার (সার্জারী) হিসাবে কর্মরত ছিলেন।